আমরা দেশের ভবিষ্যৎ নিশ্চিত করতে চাই : জয়

জাতীয়

image_151255.joy-1‘তরুণরাই আগামী দিনের দেশের ভবিষ্যৎ’ বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য-প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, দেশের অর্থনৈতিক ও সামগ্রিক উন্নয়নে শুধু বর্তমান নয়, ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। আমরা দেশের ভবিষ্যৎ নিশ্চিত করতে চাই। তাই যুবকদের উন্নয়ন করতে হবে।
আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর হোটেল র‍্যাডিসনে ‘ইয়ং বাংলা’ নামক একটি সংগঠন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তারুণ্যের মেধা ও শক্তিকে কাজে লাগিয়ে ২০২১ সালের মধ্যে একটি শক্তিশালী জ্ঞানভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছে ‘ইয়ং বাংলা’। উদ্বোধনের পর প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয় সংগঠনের ওয়েব সাইডে নিজের নাম নিবন্ধন করেন।
সজীব ওয়াজেদ জয় বলেন, আমরা হাজার হাজার যুবককে কর্মক্ষেত্রে নিয়োগ করেছি। গত বছর ৫০ হাজার যুবককে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। কারণ তরুণরাই দেশের ভবিষ্যৎ।
জয় দাবি করেন, গত ৫ থেকে ৬ বছর আগে আমাদের দেশে চাকরির অভাব ছিল। যুবকদের পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব ছিল। আওয়ামী লীগ সরকার গত ৫ বছরে যুব সমাজের উন্নয়নে কাজ করেছে। কর্মক্ষেত্রের বিভিন্ন সেক্টরে যুবকদের নিয়োগ দিয়েছে। শুধু আগামী ৫ বছর নয়, আগামী ২০৪১ সালের মধ্যে দেশের আর্থনৈতিক উন্নয়নের যে পরিকল্পনা রয়েছে তা বাস্তবায়নে কাজ করতে হবে।
জয় আরো বলেন, দেশের যুব সমাজের উন্নয়নে সরকারে পক্ষ থেকে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে কাজও শুরু হয়ে গেছে।
সংগঠনটির মূল লক্ষ্য হচ্ছে দেশের দক্ষ ও অভিজ্ঞ পেশাজীবীদের সঙ্গে অপেক্ষাকৃত তরুণ, উদ্যমী ও আগ্রহীদের একটি প্ল্যাটফর্ম গড়ে তোলা। সংগঠনের স্লোগান, ‘তোমার জয়ে, বাংলার জয়’।
২০২১ সালের মধ্যে একটি শক্তিশালী জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার জন্য সরকার যে নিরলস কাজ করে যাচ্ছে, এই প্ল্যাটফর্ম সেই লক্ষ্য পূরণের জন্যই দৃঢ়ভাবে কাজ করে যাবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। সংসদ সদস্য নাহিন ‍রাজ্জাক এ সংগঠনের আহ্বায়ক।
সারা দেশে তরুণদের নিয়ে কাজ করছে এমন প্রায় আড়াই শটি সংগঠন এর সঙ্গে যুক্ত হচ্ছে বলে ইয়ং বাংলার পক্ষ থেকে জানানো হয়েছে। অনুষ্ঠানের শুরুতে আয়োজকরা সংগঠনটি নিয়ে তাদের বিগত কয়েক মাসের প্রস্তুতি ও ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *