ঢাকা : প্রায় দু’কোটি জনবহুল এ মেগা সিটির নগরবাসীকে নিরাপদ ও নির্বিঘ্নে ঘরে ফেরার নিশ্চয়তা দানের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ট্রাফিক বিভাগ দিন-রাত কাজ করে যাচ্ছে। সম্মানিত নগরবাসীকে সচেতন করার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে উত্তরা ট্রাফিক জোনের এয়ারপোর্ট ক্রসিং এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয় আজ।
ট্রাফিক উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার প্রবীর কুমার রায় পিপিএম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ২৭ মার্চ, ২০১৭ সকাল ১১.০০ টায় ফুটওভার ব্রীজ ব্যবহারে জনগনকে সচেতন করার লক্ষ্যে এয়ারপোর্ট ক্রসিং এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় ফুটওভার ব্রীজ ব্যবহার না করে যত্রতত্র রাস্তা পারাপারের অপরাধে ৪৮ জনকে ৫২৭০টাকা জরিমানা করেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট।
উপ-পুলিশ কমিশনার আরো বলেন, ট্রাফিক আইন সর্ম্পকে জনগণকে সচেতন করার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। ফুটওভার ব্রীজ ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ট্রাফিক উত্তর বিভাগের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে ভবিষ্যতে মোবাইল কোর্ট কার্যক্রম আরও জোরদার করা হবে।