একই ম্যাচে পিতা-পুত্রের সেঞ্চুরির ইতিহাস

Slider খেলা সামাজিক যোগাযোগ সঙ্গী

58395_Gunn

 

 

 

 

 

দিন দশেক আগেকার ঘটনা। ওয়েস্ট ইন্ডিজের পেশাদার ক্রিকেট লীগে চমকদার এক ঘটনা ঘটে। জ্যামাইকার বিপক্ষে গায়ানার হয়ে একই ম্যাচে খেলেন পিতা ও পুত্র। শিবনারায়ন চন্দরপল। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে সুপরিচিত এক নাম। আর তার ২০ বছর বয়সী পুত্র ত্যাগনারায়ন চন্দরপল। সেদিন দু’জনই একই দলের হয়ে খেলেন। দু’জনই ফিফটি তুলে নেন। উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে নেমে ত্যাগনারায়ন করেন ৫৮ রান। ১২৮ রানে ৩ উইকেট হারানোর পর তার সঙ্গে উইকেটে যোগ দেন তার বারা শিবনারায়ন চন্দরপল। বাবা ও ছেলে মিলে যোগ করেন ৩৮ রান। চন্দরপল করেন ৫৭ রান। বাবা ও ছেলের একই ম্যাচে ফিফটি করায় বিষয়টি নিয়ে আলোচনা হয় বেশ। ক্রিকেট মাঠে এমন ঘটনা প্রথম কি-না সেটা নিয়েও সৃষ্টি করে কৌতুহল। কথা হলো- ক্রিকেটে এমন ঘটনা প্রথম নয়। একই ম্যাচে বাবা ও পুত্রের খেলার ঘটনা একাধিক। এমন কি দুইজনের সেঞ্চুরি করার ঘটনাও আছে। সেটা ছিল ৮৫ বছর আগের। ১৯৩১ সালে নটিংহ্যামশায়ারের হয়ে ওয়ারউইকশায়ারের বিপক্ষে মাঠে নামেন জর্জ গুন ও তার পুত্র জর্জ ভারনন গুন। জর্জ গুনের বয়স তখন ৫৩ বছর। ওই ম্যাচে তিনি ১৮৩ রানে অপরাজিত থাকেন। তার পুত্র জর্জ ভারনন গুনের বয়স তখন ২৬ বছর। তিনি তার বাবার সঙ্গে মিলে করেন ১০০ রান। মজার কথা হলো, সেটা ছিল প্রথম শ্রেণিতে তার প্রথম সেঞ্চুরি। প্রথম শ্রেণির ক্রিকেটে একই ম্যাচে পিতা ও পুত্রের সেঞ্চুরি করার একমাত্র ঘটনা এটি বলেই মনে করছে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ‘ক্রিকইনফো’। আর পিতা ও পুত্রের একই ম্যাচে ফিফটি করার ঘটনা জন্ম দিয়ে তাদের পরেই আছেন শিবনারায়ন চন্দরপল ও ত্যাগনারায়ন চন্দরপল। এই দু’জনের আগে সর্বশেষ পিতা ও পুত্রের একই দলের হয়ে একই ম্যাচের খেলার ঘটনা ছিল ১৯৯৬ সালের এপ্রিলে। জিম্বাবুয়ের এক সময়ের জনপ্রিয় ক্রিকেটার হিথ স্ট্রিক। বাংলাদেশ ক্রিকেট বোলের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। সেবার জিম্বাবুয়ের ঘরোয়া একটি আসরের ফাইনাল তিনি ও তার বাবা ডেনিস স্ট্রিক একসঙ্গে খেলেন। ওই ম্যাচটি হেরে যায় তারা। ওই ম্যাচে হিথ স্ট্রিক করেন ৩০ রান। আর ১০ নম্বরে নেমে তার বাবা ডেনিস স্ট্রিক করেন মাত্র ৩ রান। ওই ম্যাচে পিতা-পুত্র দু’জনই বল করেন। হিথ স্ট্রিক ২০ ওভাওের ৪৮ রানে নেন ২ উইকেট। আর তারা বাবা ৫ ওভারে ১০ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *