টিভি পর্দার সঙ্গে এ্যানি খানের সখ্য সেই ছোটবেলা থেকে। তখন থেকে এখনো নিয়মিত তিনি। দেখতে দেখতে জীবনের অনেকটা সময় কেটে গেছে এ্যানির। প্রতিটি বসন্তেই নতুন কিছু পরিকল্পনা থাকে তার। বিশেষ করে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার বিয়ে নিয়ে এ্যানি একটু ভিন্নভাবেই চিন্তা করেন। তবে এবার সেই পরিকল্পনা একটু কঠোরই বলা চলে। আজ মিডিয়ার মিষ্টি এ মুখের জন্মদিন। বিশেষ দিনে তার জীবনের পরবর্তী পরিকল্পনার কথা জানাতে গিয়ে বিয়ে নিয়ে কঠিন এক সিদ্ধান্তের কথা বললেন এ্যানি। মানবজমিনের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আগামী বছর অর্থাৎ ২০১৮ সালে বিয়ের পিঁড়িতে বসতে না পারলে আর বিয়ে করবো না। এটাই আমার সাফ কথা। আর ভালো লাগে না। এর মধ্যে কত পাত্র এল গেল। পছন্দমতো একটাও পেলাম না। আগামী বছরের মধ্যে যদি কাউকে নিজের জীবনের সঙ্গে জড়াতে না পারি তাহলে আর বিয়ে নয়। একাই থাকবো। বিয়ের বিষয়ে এত কঠিন একটি সিদ্ধান্ত নেয়ার কথা বলতে বলতে হঠাৎ হেসেই দেন এ্যানি। পরে অবশ্য আবার বলেন, বিয়ের ব্যাপারটা তো আসলে উপরওয়ালার হাতে। তিনিই জানেন কার সঙ্গে আমার জোড়া বেঁধে আছে। তবে আমার আর না এ ব্যাপারে কিছু ভাবতে ভালো লাগে না। এদিকে এ মহূর্তে চ্যানেল নাইনের ‘আগুন আল্পনা’, এসএ টিভির ‘পরম্পরা’ প্রচার চলতি এ ধারাবাহিক দুটোতে অভিনয় করছেন এ্যানি। এছাড়া ওয়ালিদ হাসানের ‘জলে ভেজা রঙ’, ‘অন্ধকারে অন্তরালে’, কায়সার আহমেদের ‘ফুলকি’ এবং ‘ছোট বউ’ ও ‘চাপাবাজ’ নামের নতুন ধারাবাহিকগুলোর কাজ শুরু করেছেন এই মডেল অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায়ও সরব এ্যানি। বর্তমানে এসএ টিভিতে প্রতি সোমবার ‘সাইনঅন’, ‘এস এ লাইভ স্টুডিও’, এনটিভিতে ‘গ্লিটার রান্নাঘর’, ‘টি টাইম টি ব্রেক’ এবং এটিএন বাংলায় ‘চার দেয়ালের কাব্য’ অনুষ্ঠানগুলো সঞ্চালনা করছেন তিনি।