আবারও ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা আটকে দিলেন বিচারক

Slider সারাবিশ্ব

57562_Travel ban

 

ঢাকা; কার্যকর হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নতুন করে দেয়া ৬ টি মুসলিম দেশের বিরুদ্ধে আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা আটকে দিয়েছেন একজন বিচারক। বুধবার দিবাগত রাত ১২টার পর অর্থাৎ আজ ১৬ই মার্চ থেকে ওই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই হাওয়াই রাজ্যে যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জজ ডেরিক ওয়াটসন তা আটকে দেন। তিনি বলেন, সরকার দাবি করছে এই নিষেধাজ্ঞার কারণ হলো জাতীয় নিরাপত্তা। এ বিষয়ে সরকার প্রশ্নবিদ্ধ প্রমাণ উত্থাপন করেছে। জবাবে ট্রাম্প বলেছেন, এ রায় টেরিবল বা ভয়াবহ। তিনি এর বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ঘোষণা করেছেন। এ খবর দিয়েছে সিএনএন ও অনলাইন বিবিসি। প্রথম দফায় ট্রাম্প ২৭শে জানুয়ারি নির্বাহী আদেশের মাধ্যমে ৭টি মুসলিম দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা দেন। আদালত তা ব্লক কয়ে দেয়। এরপর নতুন করে কয়েকদিন আগে তিনি আরও একটি ভ্রমণ নিষেধাজ্ঞা দেন। এক্ষেত্রে আগের ৭টি দেশের তালিকা থেকে বাদ রাখা হয় ইরাককে। গতকাল তার নতুন নিষেজ্ঞা আদালত আটকে দেয়ার পর ট্রাম্প টিনেসি রাজ্যের নাশভিলে র‌্যালিতে বক্তব্য রাখেন। সেখানে তিনি হাওয়াইয়ের ওই রায়ের বিষয়ে বলেন, এতে যুক্তরাষ্ট্রকে দুর্বল দেখাবে। আরও বলেন, এ জন্য যতদূর যেতে হয় তিনি যাবেন। প্রয়োজন হলে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবেন। তিনি বলেন, এ লড়াইয়ে আমরাই জিততে চলেছি।
(বিস্তারিত আসছে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *