কোতোয়ালি থানার অপারেশন অফিসার মওদুদ হাওলাদারের ভাষ্য, দুর্বৃত্তদের সঙ্গে পুলিশ সদস্যের মারামারি হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা পুলিশকে ছুরিকাঘাত করে।
পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার বদরুল হাসানের ভাষ্য, ওয়ালিউল্লাহ আদালত এলাকায় দায়িত্ব পালন করেন। তিনি কাগজপত্র নিয়ে সাদাপোশাকে যাচ্ছিলেন। এ সময় হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে।