সাংবাদিকদের সমাজকল্যাণমন্ত্রীর নসিহত

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

85249_Mohsin-minister20140128141147

গ্রাম বাংলা ডেস্ক: সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী এমপি সাংবাদিকদের উদ্দেশ বলেছেন আপনারা এমন সংবাদ লিখুন যা প্রকাশ হলে দেশ ও এলাকার উন্নয়ন হয়। ব্যক্তি বিশেষের বিরুদ্ধে কুৎসা রটনা থেকে বিরত থাকুন। রানা প্লাজা ও নারায়নগঞ্জের সাত খুনের ঘটনার ভয়ঙ্কর চিত্র বারবার প্রচার করার কারণে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল। এ সব পরিবেশন না করাই উচিত। সাংবাদিকদের ভালো চিন্তা চেতনা নিয়ে লেখালেখি করার প্রয়োজন।
তিনি মৌলভীবাজারে কর্মরত সাংবাদিদের উদ্দেশ বলেন, আমার মেয়ের বিয়ে উপলক্ষে ছোট খাট বিষয় নিয়েও অনেক নিউজ হয়েছে। স্টেডিয়ামের ওয়াল ভেঙে রাস্তা করেছি এ সব কী এমন বিষয় ছিল যা নিয়ে এতো লেখালেখি হলো। আমি তো সাথে সাথেই ওয়াল মেরামত করে দিয়েছি।

আজ বুধবার দুপুরে মৌলভীবাজার প্রেস কাবে তিন দিনব্যাপী বাংলাদেশ প্রেস ইনিস্টিউট আয়োজিত সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী এমপি। সভায় প্রধান অতিথি ছিলেন পিআইবির মহাপরিচালক মোঃ শাহ আলমগীর। শুভেচ্ছা বক্তব্য রাখেন পিআইবির কর্মকর্তা জিলহাজ উদ্দিন, মৌলভীবাজার প্রেস কাবের সহ-সভাপতি রাধাপদ দেব সজল, বাসসের জেলা প্রতিনিধি ডাঃ ছাদিক আহমদ, সাংবাদিক বকসি ইকবাল আহমদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *