ঢাকা; ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ২০শে জানুয়ারি শপথ গ্রহণের পর শুক্রবার আব্বাসের সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। ফোনালাপে তিনি ফিলিস্তিনি নেতাকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রন জানান। এ খবর দিয়েছে আল-জাজিরা। ফিলিস্তিনের অফিসিয়াল সংবাদ সংস্থা আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইনা’কে উদ্বৃত করে বলেছে, ‘[ফিলিস্তিনি-ইসরাইলি] রাজনৈতিক প্রক্রিয়া পুনরায় শুরু করার উপায় নিয়ে আলোচনা করতে হোয়াইট হাউজ সফরের আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প।’ ওদিকে, হোয়াইট হাউজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
ফোনালাপে ট্রাম্প আব্বাসকে বলেছেন যে, তিনি বিশ্বাস করেন ইসরাইলি ও ফিলিস্তিনিদের মধ্যে শান্তি চুক্তির সমঝোতা অবশ্যই উভয়পক্ষকে সরাসরি করতে হবে। শান্তি প্রতিষ্ঠা সম্ভব বলে ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, সমঝোতা করার সময় এসেছে।
ফোনালাপে ট্রাম্প আব্বাসকে বলেছেন যে, তিনি বিশ্বাস করেন ইসরাইলি ও ফিলিস্তিনিদের মধ্যে শান্তি চুক্তির সমঝোতা অবশ্যই উভয়পক্ষকে সরাসরি করতে হবে। শান্তি প্রতিষ্ঠা সম্ভব বলে ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, সমঝোতা করার সময় এসেছে।