“বৃষ্টি” —-এহসানুর রহমান আক্তাবুর

Slider সাহিত্য ও সাংস্কৃতি

17203511_1872796259646333_1164770842_n

 

 

 

 

 

 

 

“বৃষ্টি”

—-এহসানুর রহমান আক্তাবুর

ঝুম ঝুমা ঝুম ছন্দ তোলে –

নাচে বৃষ্টি হেলেদুলে ঝুমকো জবা

ঘোমটা খুলে নাচে বৃষ্টির তালে,

গগন চোখে কাঁজল এঁকে –

গুমরে কাঁদে থেকে থেকে অশ্রূগুলো

এঁকেবেঁকে পড়ছে টিনের চালে।

প্রিয়ার বুকে কাঁপন উঠে –

শিহর জাগে লাজুক ঠোঁটে বজ্রপাতে

লজ্জা টুটে সোহাগ অবিরত,

বৃষ্টি নাচে নদীর বুকে –

কমল দোলে হরষ সুখে দমকা হাওয়া

মর্ত্যলোকে গ্লানি ঘুচায় যতো।

দুষ্টু ছেলে উলঙ্গ গায় –

পিচ্ছিল পথে নগ্ন পায় নিমগ্ন

আহলাদে ধায় অতি অনায়াসে,

কিশোরীর খোলা চুল –

চোখ যেনো বনফুল কানেতে সোনার দুল

খেলে যে বাতাসে।

মেঘ বালিকা সুরে সুরে –

বৃষ্টি হয়ে পড়ছে ঝরে ভালোবাসার

শোভা ভরে শীতল সমীরণে,

মাঠের বুকে বৃষ্টি পড়ে

– রুক্ষ ভূমি বক্ষ ভরে সবুজ ডগায়

শস্য নড়ে কোমল বরষণে॥

রচনাঃ ৭ মার্চ, ২০১৭ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *