শুরু হলো যুব বিশ্বকাপ

Slider খেলা

আর্জেন্টিনায় গতকাল রাতে শুরু হয়েছে অনূর্ধ্ব-২০ বিশ্¦কাপ ফুটবল। ১৯৭৭ সালে চালু হওয়া এই টুর্নামেন্টের এটি ২৩তম আসর। ১১ জুন ফাইনালের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার পর্দা নামবে। ছয় মহাদেশের ২৪ দল অংশ নিচ্ছে। এর মধ্যে সর্বোচ্চ ৫টি ইউরোপ ও লাতিন আমেরিকা থেকে। এশিয়া, আফ্রিকা ও উত্তর-মধ্য আমেরিকা থেকে চারটি করে। ওশেনিয়ার দল আছে দুটি।

স্বাগতিক আর্জেন্টিনা ছাড়া সব কটি দল নিজ মহাদেশের বাছাইপর্ব টপকে এসেছে। এ আসরটি হওয়ার কথা ছিল ইন্দোনেশিয়ায়। ২০২১ সালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারীর কারণে দুই বছর পিছিয়ে দেওয়া হয়। এ বছর টুর্নামেন্ট আয়োজনের সব প্রস্তুতিও শেষ করে এনেছিল ইন্দোনেশিয়া। কিন্তু ইসরায়েলের অংশগ্রহণ নিয়ে ইন্দোনেশিয়ার ভেতরে প্রতিবাদ উঠলে ফিফা দেশটির আয়োজক স্বত্ব বাতিল করে। লাতিন আমেরিকা থেকে বাছাইপর্ব উতরাতে না-পারা আর্জেন্টিনা সুযোগটি কাজে লাগিয়ে আয়োজনের প্রস্তাব দেয়। গত মাসে আর্জেন্টিনাকে আয়োজকের মর্যাদা দেয় ফিফা। ২৪টি সমান ভাগে ছয়টি গ্রুপে ভাগ হয়েছে। প্রতিটি গ্রুপে আছে ৪টি দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *