ফালগুনে বর্ষন, প্রকৃতির বিশেষ আয়োজন

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি সারাদেশ

dd5099a2bd299145d5a044ddab38eb69-58c362882cb5e

ঢাকা; কখনো ঝিরিঝিরি, কখেনাবা ঝুম—এভাবেই চলেছে বর্ষণ। আর এতে ভরা ফাল্গুনে চলে এসেছে বর্ষার আমেজ। ঢাকাসহ সারা দেশে বৃষ্টি কয়েক দিন ধরে। গতকাল শুক্রবার রাত আটটা থেকেই রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় থেমে থেমে বৃষ্টি হয়েছে। আজ শনিবার সকাল  সাড়ে ৯টার দিকেও টিপটিপ বৃষ্টি।
গতকাল রাত নয়টার দিকে ঢাকায় মুষলধারে বৃষ্টি নামে। অল্পক্ষণের বৃষ্টিতেই কারওয়ান বাজার, তেজতুরী বাজারসহ বিভিন্ন এলাকায় রাস্তায় পানি জমে যায়। মুগদা, বাসাবো এলাকাতেও পানি জমে। অসময়ের এই বৃষ্টিতে ধুলা থেকে স্বস্তি মিললেও যানজট আর জলাবদ্ধতায় দুর্ভোগে পড়তে হয় ঢাকাবাসীকে।

বঙ্গোপসাগরে সৃষ্ট সঞ্চালনশীল মেঘমালার কারণে ৩ নম্বর সতর্ক সংকেত থাকায় গতকাল প্রশাসনের নির্দেশে কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ছিল। এতে গতকাল সেন্ট মার্টিন যেতে পারেননি পর্যটকেরা। আর সেন্ট মার্টিন থেকে কোনো পর্যটক ফিরতেও পারেননি।

কক্সবাজার আবহাওয়া কার্যালয়ের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গতকাল বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট সঞ্চালনশীল মেঘমালার কারণে সাগর উত্তাল হয়ে পড়েছে। এ জন্য আবহাওয়া অধিদপ্তর ৩ নম্বর সতর্ক সংকেত জারি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *