রেখা-সঞ্জয়ের গোপন সম্পর্ক ফাঁস!

Slider বিনোদন ও মিডিয়া সামাজিক যোগাযোগ সঙ্গী

56301_sanjayrekha

 

 

 

 

বলিউড অভিনেত্রী রেখা। যাকে ঘিরে রহস্যের শেষ নেই। বিশেষ করে রেখার ব্যক্তিজীবন নিয়ে কৌতূহল থেকে যায় সবার মাঝেই। সবসময় একটা প্রশ্ন অনেকের মাঝে ঘুরপাক খায়। তাহলো রেখার সিঁথিতে সিদুর। স্বামী মুকেশ আগরওয়াল মারা গেছেন ১৯৯১ সালে। কিন্তু এখনো সিঁদুর পরে থাকেন কেন! এ প্রশ্নে উত্তর কেউ খুঁজে পাননি। ৬০ বছর বয়সী এই অভিনেত্রী দ্বিতীয় বিয়ে করেছেন কি না পরবর্তী সময় তা নিয়ে নানা সময়ে নানা গল্প শোনা যায়। আর সেক্ষেত্রে অবধারিতভাবেই উঠে আসে অমিতাভ বচ্চনের নাম৷ কিন্তু ইয়াসের উসমানের বই ‘রেখা দ্য আনটোল্ড স্টোরি’ বলছে অন্যরকম কথা, যা শুনলে ভ্রু কুচকাতে পারে অনেকের। যেখানে মনে করা হচ্ছে, গোপনে সঞ্জয় দত্তকেই নাকি বিয়ে করেছিলেন রেখা। জানা গেছে, ১৯৮৪ সালে জমিন আসমান ছবির শুটিংয়ের সময় রেখা এবং সঞ্জয় দত্ত একে অপরের খুব ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন৷ এতটাই গভীর এবং গোপন ছিল সে সম্পর্ক যে তারা বিয়েও করেছিলেন গোপনে, যা আজ অবধি কেউ জানে না। তবে এই তথ্য কতটা সত্য সে বিষয়ে কেউই নিশ্চিত করে কিছু বলেনি এখনো। তাই বলিউডি গুঞ্জনেই আপাতত ঘুরপাক খাচ্ছে রেখা-সঞ্জয়ের সম্পর্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *