নিজেকে ইংল্যান্ডের বৈধ রাজা দাবি অ্যালানের, রানী এলিজাবেথকে সময় দিলেন

Slider সামাজিক যোগাযোগ সঙ্গী সারাবিশ্ব

55730_Allan

 

 

 

 

 

ইংল্যান্ডের বৈধ রাজা বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যের এক ব্যক্তি। তিনি সেখানকার হুইট রিজ এলাকায় বসবাস করেন। তার নাম অ্যালান ভি ইভানস। তিনি লন্ডনের দ্য টাইমস পত্রিকায় একটি বিজ্ঞাপন দিয়েছেন এ দাবিতে। তাতে তিনি বলেছেন, তিনি কলোরাডো থেকে উড়ে এসে ক্ষমতা দখল করতে পারেন। তবে বিশাল ওই বিজ্ঞাপনে তিনি বলেছেন, তিনি হলেন কিংডম অব ওয়েলস-এর প্রতিষ্ঠাতা কুনেড্ডা উয়েডিগের বংশধর। তাই তিনি নিজেকে রাজা দাবি করেন। তবে মারা না যাওয়া পর্যন্ত রাণী দ্বিতীয় এলিজাবেথকে ক্ষমতায় থাকতে দিতে চান তিনি। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল। এতে বলা হয়েছে, দ্য টাইমসের ওই বিশাল বিজ্ঞাপনে তিনি শুধু নিজেকে ইংল্যান্ডের বৈধ রাজাই দাবি করেন নি। একই সঙ্গে তিনি ঐতিহাসিক রয়েল এস্টেট, সব জমিজমা, সম্পদ ও পদবী ব্যবহারের দাবি জানিয়েছেন ৩০ দিনের মধ্যে। ২০১২ সালে জর্জিয়ায় টুইগ কাউন্টিতে ৪০০ একর জমি দাবি করে বসেন তিনি। তিনি বলেছেন, ওই এস্টেটে যে ৩৫ জন বাড়িওয়ালা বসবাস করছেন সেই এস্টেট তার পূর্বসূরিদের বসবাস ছিল। এ সূত্রে তিনি ওই এস্টেটের মালিক। তবে তার এমন মালিকানা দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেন নি তিনি। এ বিষয়ে বৃটিশ রাজপরিবারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *