সেনাবাহিনীতে বিপ্লবী সৈনিক সংস্থা গড়েছিলেন ইনু’

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

49470_fk

গ্রাম বাংলা ডেস্ক: তৎকালীন শেখ মুজিব সরকারকে উৎখাত করতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সেনাবাহিনীতে গোপনে ‘বিপ্লবী সৈনিক সংস্থা’ গড়েছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, যেসব আওয়ামী লীগ ও জাসদের নেতারা শেখ মুজিবুর রহমানকে উৎখাত করার ষড়যন্ত্র করেছিলেন তারাই এখন দেশ চালাচ্ছে। সেনাবাহিনীতে বিপ্লবী সৈনিক সংস্থা গড়েছিলেন ইনু। বাংলাদেশের নেতৃত্ব নেয়ার জন্য এ কাজ করেছিলেন। একই সঙ্গে গণবিরোধী সশস্ত্র বিপ্লব করে সরকার উৎখাত করতে চেয়েছিলেন। আজ বিকালে জাতীয় প্রেস ক্লাবে জাগপা আয়োজিত ‘৭ই নভেম্বর দুনিয়া কাঁপানো গণসিপাহী অভ্যুত্থান ও আজকের প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা আলমগীর বলেন, ৭ই নভেম্বর ছিল অত্যান্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। যারা এই দেশকে রক্ষার জন্য স্বাধীনতা যুদ্ধ করেছিলেন, তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে বিপ্লব ঘটিয়েছিলেন। তিনি বলেন, স্বাধীনতাকামী মানুষ গণতন্ত্র রক্ষার জন্য রুখে দাঁড়িয়ে ছিলেন। শহীদ জিয়াউর রহমানের কৃতিত্ব এই জায়গায়- ৩ থেকে ৭ই নভেম্বর কোন সরকার ছিল না বলেই চলে তখন তিনি দায়িত্ব নিয়ে দেশ রক্ষা করেন। নৈরাজ্য থেকে দেশকে দ্বিতীয়বারের মতো সংকট থেকে রক্ষা করেছিলেন। তিনি বলেন, আন্দোলন করতে হবে। বিজয় আমাদের হবেই। আমরা বিপ্লব চাই না। ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা অন্দোলন করছি। নির্দলীয় সরকারের দাবি আদায়ে অনৈতিক অবৈধ ফ্যাসিবাদী সরকারকে বাধ্য করা হবে। জাগপা সভাপতি শফিউল আলম প্রধানের সভাপতিত্বে আলোচনা সভায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি, এনপিপির সভাপতি খন্দকার গোলাম মোর্তজা, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *