লালমনিরহাট জেলার কালীগঞ্জে দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

Slider গ্রাম বাংলা

2184_bablu

এম এ কাহার বকুল;  লালমনিরহাট প্রতিনিধিঃ, লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় ২৫ ফেব্রুয়ারি সকাল ১০ থেকে বিকেল ৪ টা পর্যন্ত দলিল লেখক সমিতির নির্বাচন অনষ্ঠিত হয়েছে।

নির্বাচনে দলিল লেখক সমিতির মোট ভোটার সংখ্যা ৮৭ জন। সকাল থেকে ভোটারেরা কালীগঞ্জের সাব রেজিষ্ট্রী অফিসে এসে তাদের ভোট প্রদান করেন।

সাব-রেজিষ্টার কামরুল হাসান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচনে ৮৭ জন ভোটারই ভোট প্রদান করেছেন। নির্বাচনে সভাপতি পদে ৬৩ ভোট পেয়ে আবু তাহের মোঃ মুসা শামীম নির্বাচিত হয়েছেন। সহ সভাপতি পদে আইয়ুব আলী ৫১ ভোট, সাধারন সম্পাদক রেজাউল করিম ফরহাদ ৫২ ভোট, সহ -সাধারন সম্পাদক আব্দুল জলিল ৬৬ ভোট, কোষাধ্যক্ষ আব্দুল ওয়াহেদ ৪২ ভোট, দপ্তর সম্পাদক নুরুজ্জামান (জামান) ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

দপ্তর সম্পাদক পদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দীতায় আইয়ুব আলী নির্বাচিত হয়েছেন।

নির্বাচন শেষে উপজেলা দলিল লেখক সমিতির অফিসে বিজয়ীদের ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা দলিল লেখক সমিতির সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারন সম্পাদক হামিদুল ইসলাম, পাটগ্রাম উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আব্দুল কাদের, সাধারন সম্পাদক ফজলুল হক রুমি, হাতীবান্ধা উপজেলা দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক আব্দুল কাইয়ুম, আদিতমারী উপজেলার সাধারন সম্পাদক মোজাম্মেল হকসহ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *