বিরামপুরের ২৫ নারী ফিরে এলো আলোর পথে

Slider বাংলার সুখবর

Madok - Nari

 

 

 

 

 

মোঃ সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: “মাদককে না বলুন, সুন্দর জীবন গড়–ন” -এই স্লোগানকে আঁকড়ে ধরে দিনাজপুরের বিরামপুরে ভয়ংকরী মাদক ব্যাবসা ছেড়ে সুন্দর জীবনের পথে ফিরে এলো ২৫ জন নারী মাদক ব্যাবসায়ী।

দিনাজপুর জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ হামিদুল আলমের উদ্দোগে বিরামপুর মাদক প্রতিরোধ ও জনকল্যাণ সংস্থা এবং পৌরসভার ২নং ওয়ার্ড মাদক প্রতিরোধ ও সমাজকল্যাণ সংস্থা’র সহযোগীতায় যারা মাদক ব্যাবসা ছেড়ে ভাল পথে ফিরে আসার জন্য দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ হয়েছেন তন্মধ্যে ২৫ জন নারীকে বাছাই করে তাদেরকে দর্জি বিজ্ঞান প্রশিক্ষণ প্রদান করা হয়।

কারিগরি সহায়তা দিয়ে বিরামপুর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির কার্যালয়ে তাদেরকে প্রশিক্ষণ প্রদান করে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ- বিরামপুর এডিপি।

সফল ভাবে প্রশিক্ষণ সম্পন্ন করে শনিবার (২৫ ফেব্রুয়ারী) দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে আয়োজিত এক বিশাল কমিউনিটি পুলিশিং সমাবেশে অন্যান্যদের সাথে এই ২৫ জন নারীর নামে সেলাই মেশিন প্রদান করা হয়। পরবর্তীতে সেগুলো নিজ নিজ থানায় পৌছে দিয়ে তাদের হাতে তুলে দেওয়া হবে।

এ বিষয়ে বিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেছুর রহমান জানান, এসপি স্যারের উদ্দোগে নেয়া এ ব্যাবস্থাপনায় যদি কেউ স্বেচ্ছায় মাদক ব্যাবসা ছেড়ে সুন্দর জীবনে ফিরে আসতে চাই, তবে পুলিশই তাকে সহযোগীতা করবে। এমনকি তার কর্মসংস্থানের লক্ষে সার্বিকভাবে সহযোগীতারও আশ্বাস দেন তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *