সিলেটে বৃষ্টি উপেক্ষা করে পদচারণায় মুখর শহিদ মিনার প্রাঙ্গন

Slider সিলেট

IMG_20170221_081113

সিলেট প্রতিনিধি;  দিবসের প্রথম প্রহরেই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ভালবাসা ও শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে।

সন্ধ্যা থেকেই থেকে থেকে বৃষ্টি নগরীর স্বাভাবিক জীবনযাত্রায় ব্যঘাত ঘটায়। বৃষ্টি উপেক্ষা করে মঙ্গলবার রাত ১২ টা ১ মিনিটে সিলেট শহীদ মিনার বাস্তবায়ন পরিষদ নেতৃবৃন্দের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় শ্রদ্ধা নিবেদন।

এরপর একে একে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে সিলেট মুক্তিযোদ্ধা সংসদ, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, জেলা ও মহানগর বিএনপি, ছাত্রলীগ, উদীচী, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সম্মিলিত নাট্য পরিষদ, চেম্বার অব কমার্স, জাসদ, বাসদ, সিলেট প্রেসক্লাব, সিলেট জেলা প্রেসক্লাব, দৈনিক সবুজ সিলেট, ইমজা, সাপ্তাহিক ইউনানী কন্ঠসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান।

ত্যাগের মহিমায় ভাস্বর এই দিনটি শ্রদ্ধা-স্মরণের মাধ্যমে প্রতিবছর পালন করা হয়। ১৯৫২ সালের এই দিনে মায়ের ভাষাকে রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছিলেন সূর্যসন্তান সালাম, বরকত, রফিক, জববারসহ নাম না জানা আরো অনেকেই।

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *