স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: জামায়াতের তৃতীয় দফার প্রথম দিন বুধবারের হরতালে তিনটি গাড়িতে
অগ্নসংযোগের পর রাতে সারা জেলায় ৬১জন আটক হয়েছেন। এরমধ্যে ৪৮জন বিরোধী
নেতা-কমী।
বৃহসপতিবার সকাল সাড়ে ৮টায় গাজীপুর জেলা পুলিশের বিশেষ শাখার
পরিদশর্ক(ডিআইও ওয়ান) সিরাজুল ইসলাম ৬১জন আটকের খবর
নিশ্চিত করেন।
খোঁজ নিয়ে জানা যায়, ৬১জন আসামীর মধ্যে জেলা সদর জয়দেবপুর থানায় আটক
হয়েছেন ৪৯জন। জেলার অন্য ৫টি থানায় আটক হয়েছেন বাকী ১২জন।
চলমান হরতালে টঙ্গীতে একটি পিকআপ ও জয়দেবপুর থানা এলাকায় বুধবার একটি
বাস, একটি প্রাইভেট কার ও একটি কাভাডভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এছাড়া
বিক্ষিপ্তিভাবে চোরাগুপ্তা হামলায় বেশ কয়েক দফায় ২০/২৫ টি গণপরিবহন
ভাংচূর হয়।
এদিকে হরতালের দ্বিতীয় দিন বৃহসপতিবার সকাল সাড়ে ৮টা পযন্ত তেমন কোন
অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সড়ক রেল ও নৌপথে পরিবহন ব্যবস্থা
স্বাভাবিক রয়েছে। তবে নাশকতার আশংকায় জনমনে আতঙ্ক আছে।