শ্রীপুরে ছাত্রদলের কর্মীর ওপর ছাত্রলীগের হামলা

Slider গ্রাম বাংলা

FB_IMG_1487504588601

 

 

 

 

 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:  গাজীপুরের শ্রীপুর উপজেলার পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের উদ্যেগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপনের প্রস্তুতিমূলক আলোচনা সভায় ছাত্রদলের কর্মীর ওপর ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে কলেজ মাঠে ওই ঘটনা ঘটে।

এতে ছাত্রদলের এক কর্মী আহত হন। আহত কর্মী মো. মাসুম ওই কলেজের রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় বর্ষের ছাত্র।
কলেজ শাখা ছাত্রদলের সভাপতি প্রার্থী রিফাত মড়ল জানান, একুশে ফেব্রুয়ারি কর্মসূচি পালনের জন্য ছাত্রদলের পক্ষ থেকে কলেজ মাঠে একটি অর্নিধারিত পরার্মশ সভা আয়োজন করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক শাহ্রিয়ার অভির নেতৃত্বে ছাত্রদলের ওই কর্মীকে একা পেয়ে ব্যথম মারধর করেন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম বাচ্চু এ ঘটনার র্তীব নিন্দা জানিয়ে বলেন, যে দেশে গণতন্ত্র নেই সেখানে এমন ঘটনা ঘটা স্বাভাবিক। বাংলার ভাষাভাষী মানুষের মাতৃভাষা দিবস পালন করা তাদের অধিকার। তিনি এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

পিয়ার আলী কলেজ শাখা ছাত্রলীগের দায়িত্বশীল কোন নেতা এ বিষয়ে কথা বলতে রাজি নন।

শ্রীপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, হামলার বিষয়ে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *