হলুদ হয়ে যাচ্ছে তাজমহল!

Slider ফুলজান বিবির বাংলা

54049_taj-mahal-clouds.640x320

 

 

 

 

 

 

ডেস্ক; প্রেমের অমর সৃষ্টি আগ্রার তাজমহল ক্রমশ হলুদ হয়ে যাচ্ছে। কিন্তু কেন! বলা হচ্ছে, উত্তর প্রদেশ সরকারের বিভিন্ন এজেন্সি ব্যাপক আকারে জমা হয়ে থাকা ময়লা আবর্জনা পুড়িয়ে ফেলে। তা থেকে যে ধোয়া সৃষ্টি হয় তাতেই তাজমহল হলুদ হয়ে যাচ্ছে। এ জন্য ভারতের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।

এ আদালত রাজ্য সরকারের অধীনস্ত শহর উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়, আগ্রা মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ ও জেলা ম্যাজিস্ট্রেটকে ২০ হাজার রুপি জরিমানা করেছে। বলা হয়েছে, ওই জরিমানা দিতে হবে সেন্ট্রাল পলুউশন কন্ট্রোল বোর্ডে (সিপিসিবি)। সোশাল একশন ফর ফরেস্ট অ্যান্ড এনভায়রণমেন্ট সম্প্রতি আইইটি-কানপুর, জর্জিয়া ইন্সটিটিউট অব টেকনোলজি অ্যান্ড ইউনিভার্সিটি অব উইসকনসিনের রিপোর্ট একীভূত করে। তাতে বলা হয়, মিউনিসিপ্যাল বিপুল পরিমাণে কঠিন বর্জ্য পোড়াচ্ছে। এ থেকে সৃষ্টি হচ্ছে ভয়াবহ হারে আবর্জনা ও কার্বন। তার ফলেই তাজমহলের সাদা মার্বেল পাথর হলুদ হয়ে যাচ্ছে। এনজিটি চেয়ারপারসন বিচারপতি স্বতান্তর কুমারের বেঞ্চ এর আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর কাছে এ বিষয়ে জবাব চেয়েছিল। তাদেরকে জবাব দেয়ার জন্য শেষ সুযোগও দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *