ছাত্রদলের মিছিলে পুলিশের বাধা: গাড়ি ভাঙচুর, আটক ২০

Slider জাতীয় সারাদেশ

52818_chatra-dal-3

 

ঢাকা; রাজধানীতে মৎস্য ভবনের সামনে ছাত্রদলের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। এসময় পুলিশের সঙ্গে কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার পর এ ঘটনা ঘটে। পুলিশ মিছিল থেকে ছাত্রদলের ২০ জন কর্মীকে আটক করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার জানান, মৎস্য ভবনের সামনে থেকে মিছিলকারীদের আটক করা হয়।
জানা গেছে, আজ ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতে জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুটি মামলার শুনানিতে উপস্থিত হওয়ার কথা ছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। অসুস্থতার কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি বলে জানিয়েছেন তার আইনজীবী। খালেদা জিয়ার আদালতে যাওয়ার পূর্বনির্ধারিত সময় অনুসারে মৎস্য ভবনের সামনে মিছিল বের করে ছাত্রদল। পুলিশ এ সময় মিছিলকারীদের ধাওয়া দেয়। একপর্যায়ে মিছিলকারীরা কয়েকটি প্রাইভেট কার ভাঙচুর করলে পুলিশের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ ছাত্রদলের ২০ কর্মীকে আটক করে। দুজনকে শাহবাগ থানায় ও বেশির ভাগ কর্মীকে রমনা থানায় আটক রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *