চুম্বন —-মহিউদ্দিন ভূইয়া

সাহিত্য ও সাংস্কৃতি

16684817_1858209447771681_1537977495_n

 

 

 

 

 

 

 

 

 

চুম্বন

—-মহিউদ্দিন ভূইয়া

শৈশবকালে কত? জননী রমনি

মোর তুলতুলে কোমল বদনে ।

চুম্বনের নেশায় মগ্ন কোলে নিয়ে

সোনা যাদু ডাকে অতি যতনে ।

কৈশোরকাল কাটে লজ্জা সরমে তমকে যায়,

কারও চুম্বন খেয়ে ।

হলুদ মাখা সূর্যের কিরণের মত

নাক মুখ মোর রঞ্জিত তা পেয়ে।

যৌবনকালে কত? রমনির পিছনে ঘুরেছি

শত চুম্বনের নেশাতে ।

অপমান বুঝিনি বেহায়া অামি

রাত পোহায়েছে তাহার বাড়িতে ।

বার্ধক্যকাল কাটে অনিহা অনিচ্ছায়

তোমার ললাটে চুম্বনে সাদ জাগেনা ।

চর্ম ঝুলেছে সাদ কি? অার জাগে চুম্বন খেতে

গোপনে কোন বসন্ত ফাগুনে।

তারিখ : ০৬/১১/২০১৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *