আসামি ছিনিয়ে নিতে পুলিশের উপর ‘হামলা’র ঘটনায় ৯ জনের জামিন

Slider সিলেট

IMG_20170207_154425

সিলেট প্রতিনিধি :: আসামি ছিনিয়ে নিতে সিলেটে পুলিশের উপর ‘হামলা’র ঘটনায় কোতোয়ালী থানায় দায়েরকৃত মামলায় (জিআর-২৫/১৭) সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সুজেল আহমদ তালুকদারসহ ৯ জনকে জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার সকালে সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে তাদের আইনজীবিরা জামিন আবেদন করলে আদালত শুনানি শেষে ৯ জনের জামিন মঞ্জুর করেন।

তবে ওই মামলায় ইমন ও তাহমিদ নামের অন্য দুজন আসামীর জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় তাদের জামিন দেয়া হয়নি।

জামিন পাওয়া ৯ জন হলেন, কালিবাড়ী এলাকার (মূল বাড় রংপুরের গঙ্গাচর থানার সয়রাবাড়ি) আবদুল হাকিমের ছেলে মনিরুল ইসলাম (২৪), কালিবাড়ী এলাকার মৃত আবদুস সালামের ছেলে কামরুল ইসলা (২৬), একই এলাকার সুফি মিয়া ছেলে সুজেল আহমদ তালুকদার (৩৩), সজিব আহমদ তালুকদার (২১) ও সৌরভ তালুকদার (১৯), চৌকিদেখী এলাকার সমশের মিয়ার ছেলে সাহেদ আহমদ (২৮), কালিবাড়ী ভাটপাড়া এলাকার মৃত কবির উদ্দিন খানের ছেলে জুবায়ের খান (৩০), চৌকিদেখী এলাকার ইয়াকুব আলীর ছেলে মাসুদ আহমদ (২৩), মজুমদারী এলাকার আবদুল ওহাবের ছেলে শামসুজ্জামান (২৬) ও কালিবাড়ী সবুজ বাগিচা এলাকার অনিল চন্দ্র পালের ছেলে সুমন পাল (৩২)।

তাদের পক্ষের আইনজীবী ছিলেন সিলেটের পিপি অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, আইনজীবী সমিতির সাবেক সভাপতি সমিউল আলম, অ্যাডভোকেট নিজাম উদ্দিন, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হোসেন আহমদ, অ্যাডভোকেট মোশাহিদ আলী, অ্যাডভোকেট মখলু মিয়া, অ্যাডভোকেট মাহফুজুর রহমান, অ্যাডভোকেট আব্বাস উদ্দিন অ্যাডভোকেট প্রবাল চৌধুরী।

উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি রাতে নগরীর ঝর্নারপাড় এলাকায় আসামি ছিনিয়ে নিতে পুলিশের উপর ‘হামলা’র ঘটনায় সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সুজেল আহমদ তালুকদারসহ ১১ জনকে আটক করেছে পুলিশ।

পরদিন তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় একটি পুলিশ অ্যাসল্ট মামলা দায়ের করেছেন থানার এসআই হাবিবুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *