ঢাকায় ১ম ইন্টারন্যাশনাল জিসিএসটিএমআর কংগ্রেস শুরু

টপ নিউজ ফুলজান বিবির বাংলা

hhh

 

মো:আলীআজগর পিরু: ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ১ম ইন্টারন্যাশনাল গ্লোবাল সার্কেল ফর সায়েন্টিফিক, টেকনোলজিক্যাল এন্ড ম্যানেজমেন্ট রিসার্চ (জিসিএসটিএমআর) ২ দিনব্যাপি কংগ্রেস আজ ০৪ ফেব্রুয়ারি শুরু হয়েছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এ মাননান উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভাপতির ভাষণে তিনি বলেন, জ্ঞান বিজ্ঞানের চর্চায় সমম্বিত প্রচেষ্টা খুবই গুরুত্বপূর্ণ ।

এ বৈজ্ঞানিক কংগ্রেসে যে ১৮টি গবেষণার ক্ষেত্র নির্ধারিত করা হয়েছে তা বৈশ্বিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর, উপাচার্য , ইসলামিক ইন্সটিটিউট অব টেকনোলজি, গাজীপুর, অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন, উপাচার্য, ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, চেয়ারম্যান, জিসিএসটিএমআর ও সহযোগী অধ্যাপক, ওয়েস্টার্ণ সিডনী ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া, অধ্যাপক শিবলী রুবায়াত- উল ইসলাম, ডীন, ব্যবসা শিক্ষা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। উদ্ভোধনী কংগ্রেসে ৩টি কী নোট পেপার উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়েয় ব্যবসা শিক্ষা অনুষদের অধ্যাপক ড. আতিউর রহমান, ওয়েস্টার্ণ সিডনী ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ড. ফিডলিস মাশিরি ও ঢাকা বিশ্ববিদ্যালয়েয় অনুজীব বিজ্ঞানের অধ্যাপক ড. এম মোজাম্মেল হক। দুই দিনের কংগ্রেসে ১৫০টি গবেষণা সারপত্র উপস্থাপন করা হবে।এ কংগ্রেসে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ২০০ শতাধিক শিক্ষক, গবেষক বৈজ্ঞানিক অংশগ্রহণ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *