শ্রীপুরে কৃষকের বাড়ির প্রবেশ দোয়ারে ইজারাদারের দোকানঘর নির্মান

Slider গ্রাম বাংলা

16658_gazipur

 

 

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহসড়কের পাশে এমসি বাজারের ইজারাদার দুই কৃষকের বাড়ির প্রবেশ দোয়ারে দোকান ঘর নির্মান করেছে এমন অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, উপজেলার এমসি বাজারের ইজারাদার মো. শফিকুল ইসলাম মড়ল স্থানীয় মুলাইদ গ্রামের কৃষক আ.ছামাদ ও মো. রিয়াজুদ্দিনের বসত বাড়ির প্রবেশ দোয়ারে বেশ কয়েকটি দোকান ঘর নির্মান করেছেন। যার ফলে কৃষকের বাড়ির ভিতরে প্রবেশ করতে সমস্যা হয়। দোকান ঘরের পিছনে আবর্জনা ফেলে ডাস্টবিনে পরিণিত করায় বাড়ির আশ পাশে প্রচন্ড দূগন্ধ ছড়িয়ে পড়েছে। এখন বাড়িতে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়েছে কৃষক পরিবারের। এতে কোন প্রকার বাধা প্রয়োগ করলে ইজারাদারের লোকজন ধরে নিয়ে মারধর করে এমনও অভিযোগ আছে কৃষক আ.ছমাদের। তিনি জানান, এ বিষয়ে বার বার আমরা আইনের আশ্চয় নিতে গেলে তারা আমাদের উপর চড়াও হয়। নিরুপায় হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছে গত বৃহস্পতিবার।

এসব অভিযোগ মিথ্যা বলে ইজারাদার মো. শফিকুল ইসলাম মড়ল বলেন, আমি কারো বসত বাড়ির সামনে দোকান নির্মান করি নাই। খাজনা আদায়ে বাধা দেওয়ায় তাদের বিরুদ্ধে থানা অভিযোগ দিয়েছি তাই এমন বানোয়াট অভিযোগ করছে।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.আব্দুল আউয়াল বলেন, বসত বাড়ির সামনে ইজারাদার দোকান ঘর নির্মান করছে কি না তা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *