রাগীব আলী ও তার ছেলের বিরুদ্ধে মামলার রায় আগামীকাল

Slider টপ নিউজ

IMG_20170201_193356

সিলেট প্রতিনিধি :: সিলেটের তারাপুর চা-বাগান বন্দোবস্ত নিয়ে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির ঘটনায় রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে মামলার রায় আগামীকাল বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আজ বুধবার যুক্তিতর্ক উপস্থাপন শেষে সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো রায়ের এ তারিখ ধার্য্য করেছেন।

আদালতের এপিপি মাহফুজুর রহমান জানান, আদালতে আজ যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। পরে বিচারক আগামীকাল বৃহস্পতিবার রায়ের তারিখ ধার্য্য করেন।

প্রসঙ্গত, তারাপুর চা-বাগান পুরোটাই দেবোত্তর সম্পত্তি। ১৯৯০ সালে ভুয়া সেবায়েত সাজিয়ে এ বাগান দখল করেন রাগীব আলী।

২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর সিলেটের তৎকালীন সহকারি কমিশনার (ভূমি) এসএম আবদুল কাদের বাদী হয়ে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি এবং সরকারের এক হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় দুটি মামলা দায়ের করেন।

গত বছরের ১৯ জানুয়ারি ওই মামলা দুটি পুনরুজ্জীবিত করার নির্দেশ দেন সুপ্রিমকোর্ট। পরে ১০ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল এবং ১২ আগস্ট আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। তবে গ্রেপ্তারি পরোয়ানা জারির দিনই রাগীব আলী তার ছেলে আবদুল হাইকে নিয়ে ভারতে পালিয়ে যান।

পরে ১২ নভেম্বর জকিগঞ্জ সীমান্তে গ্রেফতার হন আবদুল হাই। আর রাগীব আলী ২৩ নভেম্বর ভারতের করিমগঞ্জে গ্রেফতার হন। বর্তমানে তারা কারাগারে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *