সার্চ কমিটির মাধ্যমে আগের চেয়ে ভালো নির্বাচন কমিশন গঠন করা সম্ভব হবে : ঠাকুরগাঁওয়ে এরশাদ

Slider ফুলজান বিবির বাংলা

arsad_thak-3-500x350

এস. এম. মনিরুজ্জামান মিলন, রংপুর বিভাগীয় প্রতিনিধিঃ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, ইসি গঠনে সার্চ কমিটির কাছে আমরা সাতটি নাম প্রস্তাব করেছি। আশা করছি এই সার্চ কমিটির মাধ্যমে আগের চেয়ে একটি ভাল নির্বাচন কশিমন গঠন করা সম্ভব হবে। এর মাধ্যমে আগামীতে নির্বাচনের একটি সুষ্ঠ পরিবেশ ফিরে আসবে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার ধর্মগড়ে নিজ খামার বাড়ি পরিদর্শনে আসেন জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ।

তিনি আরো বলেন, আগামীতে আওয়ামী লীগের সাথে নয়, এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে জাতীয় পার্টি। প্রয়োজনে নতুন জোট করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদকে এক নজর দেখতে এসময় শিশু থেকে বৃদ্ধ মানুষের ভিড় জমেছিল ধর্মগড়ের তার নিজ খামার বাড়িতে।

মঙ্গলবার ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার ধর্মগড়ে আসার পরপরই খামার বাড়ির বারান্দায় দাঁড়িয়ে এলাকাবাসীর সাথে কথা তিনি। পরে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলাম এমপির সাথে ফোনে যোগাযোগ করেন। সাংবাদিকদের সাথেও মতবিনিময় করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *