সকাল ১১টায় আখেরি মোনাজাত; মানুষের ঢল বাড়ছে

Slider জাতীয় সারাদেশ

d4190ced8d4911ab6dbf8cdefab4b6c1-Ijtema

আলী আজগর পিরু/ সোলাইমান সাব্বির,  বিশ্ব ইজতেমা ময়দান থেকে; টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্বের আখেরি মোনাজাত আজ রোববার। বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা।
আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই টঙ্গী শহর, ইজতেমাস্থল ও এর আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। যত দূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ।গতকাল শনিবার রাতে ইজতেমায় আসা আরও তিনজন মুসল্লি মারা গেছেন। এর আগে পাঁচজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এ নিয়ে মোট আটজন মুসল্লির মৃত্যু হলো।

ভোর থেকেই শীতের মধ্যে লাখ লাখ মুসল্লি হেঁটে ও ট্রেনে করে টঙ্গীর ইজতেমা ময়দানে এসেছেন। নারীদের সংখ্যাও অনেক। ইজতেমার আশপাশের সড়কে মুসল্লিরা সকাল থেকেই অবস্থান নিয়েছেন।

মুসল্লিরা ইসলামের আমল, আকিদা ও দাওয়াত বিষয়ে দেশি-বিদেশি মুসল্লিদের বয়ান শুনছেন। আখেরি মোনাজাত উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে।

মুসল্লিরা বলছেন, ইজতেমায় অংশ নিয়ে তাঁরা দেশ ও মানুষের জন্য দোয়া করবেন। ইজতেমার শিক্ষা আমল করে ইসলামি জীবনাচরণে মনোনিবেশ করবেন। আখেরি মোনাজাত শেষে ইসলামি দাওয়াতি কাজে অংশ নেবেন।

গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের ভাষ্য, গতকাল গভীর রাত থেকে আজ বিকেল পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী, টঙ্গী-কালীগঞ্জ সড়কের মিরেরবাজার থেকে স্টেশন রোড, কামারপাড়া থেকে আশুলিয়া এবং বিমানবন্দর থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *