‘নি:শব্দে কাঁদাও যায় না’

Slider রাজনীতি

49954_rijvi

 

ঢাকা; বর্তমানে দেশে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে, নি:শব্দে কাঁদাও যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, কান্নার আওয়াজেও বিপদ ঘটতে পারে।
আজ শুক্রবার বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের তিনি এসব কথা বলেন। রিজভী ভিযোগ করে বলেন, আওয়ামী লীগ ৭৪-৭৫ থেকে গুমের রাজত্ব শুরু করলেও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ ইলিয়াস আলীকে গুম করে পুনরায় গুম-খুন-অপহরণে মেতে ওঠে। আজও বিএনপি নেতা ইলিয়াস আলীর খোঁজ মেলেনি। বিগত কয়েক বছরে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক কাউন্সিলর চৌধুরী আলম, বিএনপি নেতা সুমন, ছাত্রনেতা মুন্না, জাকিরসহ প্রায় পাঁচ শতাধিক বিএনপি নেতা কর্মীকে গুম করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আজও তাদের কোনো হদিস নেই। তাদের পরিবারের স্বজনরাও এখনো চোখের জলে বুকভরা আশা নিয়ে তাদের প্রতীক্ষায় প্রহর গুনছে। তিনি আরও বলেন, রাষ্ট্রপতি সংলাপের সময় বলেছেন দেশের শান্তি, শৃঙ্খলা ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হওয়া উচিত। কিন্তু সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের নেতারা তা নাকচ করে দিচ্ছেন। এটি রাজনীতির ভবিষ্যৎকে অনিশ্চিত ও অন্ধকারময় এবং সংঘাতপূর্ণ করে তুলবে। আর এ জন্য সব দায়িত্ব শাসকগোষ্ঠীর। তিনি বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের প্রশ্নে সব দলের সঙ্গে সংলাপ হওয়া খুবই জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *