জামায়াতের হরতাল চলছে

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

Screenshot_2014-10-30-09-48-46-1

গ্রাম বাংলা ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসির দণ্ড দেয়ার প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে জামায়াতে ইসলামীর ডাকে তিন দিনের হরতাল শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার, আগামী রোব ও সোমবার দেশব্যাপী তিন দিন মোট ৭২ ঘণ্টার হরতাল পালনের ঘোষণা দিয়েছে দলটি। এ ছাড়া কাল শুক্রবার দোয়া দিবস এবং শনিবার বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি।
গতকাল দুপুরে ট্রাইব্যুনালে রায়ের পর দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা: শফিকুর রহমান এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।

এ দিকে রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এবং হরতালের সমর্থনে গতকাল রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। রাজধানীসহ বিভিন্ন স্থানে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। রাজধানীতে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আটক করা হয়েছে পাঁচজনকে। পল্টন মোড় ও রামপুরায় দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *