ইউএনবি’র রিপোর্ট ইসি গঠনে ৫ সদস্যের সার্চ কমিটি হচ্ছে

Slider সারাদেশ

 

49216_lead
ঢাকা; নির্বাচন কমিশন গঠনে শিগগিরই পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন করবেন প্রেসিডেন্ট আবদুল হামিদ। ওই কমিটি প্রধান নির্বাচন কমিশনার, এবং অন্য কমিশনারদের নামের সুপারিশ করবেন প্রেসিডেন্টকে। পরে প্রেসিডেন্ট এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
বার্তা সংস্থা ইউএনবি এ খবর দিয়েছে। বঙ্গভবনের এক কর্মকর্তা বরাত দিয়ে দিয়ে বলা হয়, প্রেসিডেন্ট দ্রুত সার্চ কমিটি গঠন করবেন। ওই কর্মকর্তা জানান, ১৮ই জানুয়ারি ইসি পুনর্গঠনে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রেসিডেন্টের সংলাপ শেষ হবে। এই সংলাপ শেষ হওয়ার পরই দ্রুত সার্চ কমিটি গঠন করা হবে। এ পর্যন্ত ২৩টি রাজনৈতিক দলের সঙ্গে ইসি গঠন বিষয়ে আলোচনা করেছেন প্রেসিডেন্ট। আরও আটটি দলকে আলোচনার আমন্ত্রণ জানানো হয়েছে।
উল্লেখ্য, প্রয়াত প্রেসিডেন্ট জিল্লুর রহমান ২০১২ সালে ২৪টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের পর চার সদস্যবিশিষ্ট সার্চ কমিটি গঠন করেন। এই সার্চ কমিটির সুপারিশেই বর্তমান নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল। আগামী ফেব্রুয়ারিতে এই কমিশনের মেয়াদ শেষ হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *