গাজীপুরে বিদ্যুত গ্রাহকের জেল জড়িমানা

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

10167950_1477126812428187_4242576705385030915_n
স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস :  বিদ্যুৎ চুরির  অভিযোগে  ভ্রাম্যমাণ আদালত গাজীপুর মহানগরীর ৮ গ্রাহকের বিরুদ্ধে ৮টি মামলা এবং ১০লাখ ৩৩ হাজার ৮৫৫ টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার সকাল থেকে বিকাল পযন্ত ওই অভিযান চলে।

অভিযুক্ত তিন গ্রাহকের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম করাদন্ড প্রাদন করেছে । ভ্রাম্যমান আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী  ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার ছাড়াও গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম (টেকনিক্যাল ) মো.  খালেদুল ইসলাম এ অভিযানে নেতৃত্ব  দেন।

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম (টেকনিক্যাল ) মো. খালেদুল ইসলাম জানান, মিটার কারসাজি করে বিদ্যুৎ চুরি করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ক্ষতিগ্রস্থ বিদ্যুৎ ইউনিটের জন্য গাজীপুর মহানগরীর মধ্য ছায়াবিথী  এলাকার মোসা. ওহিমা আক্তারকে এক লাখ ৬৪ হাজার ৩৪০টাকা, ছায়াবিথী এলাকার আমিন উদ্দিন সরকারকে দুই লাখ ১১হাজার ১৫৩টাকা, বিলাসপুর এলাকার সালাউল্লাহ কে এক লাখ ৬৪হাজার ৩৪০ টাকা ও আব্দুর রাজ্জাককে এক লাখ ৯৯ হাজার ৪৪৯ টাকা , মারিয়ালী এলাকার মোঃ সদর উদ্দিন কে ৮২হাজার ৪২০টাকা, তরৎপাড়া এলাকার আনোয়ার হোসেন কে ৭০হাজার ৭১৮টাকা , জাঝর এলাকার মোঃ মফিজ উদ্দিনকে ৮২হাজার ৪২০ টাকা এবং পূর্ব ভূরুয়িলা এলাকার মাজিদ খান কে ৫৯ হাজার ১৫টাকা  জরিমানা করা হয়েছে। এদের মধ্যে জরিমাণার অর্থ পরিশোধ না করায় মোঃ সদর উদ্দিন, আনোয়ার হোসেন এবং মোঃ মফিজ উদ্দিন কে এক বছর করে বিনাশ্রম করাদন্ডাদেশ প্রদান করা হয়েছে। অভিযুক্ত প্রত্যেকের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *