জেরুজালেমে ট্রাক হামলায় ৪ ইসরাইলী সেনা নিহত

Slider সারাবিশ্ব

48286_lead

ঢাকা;  জেরুজালেমে ইসরাইলি সেনাদের ওপর লরি হামলার ঘটনায় ৪ সেনা নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১৩ জন। ইসরাইল পুলিশের বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, নিহতদের মধ্যে ৩ জন নারী ও একজন পুরুষ। তাদের বয়স ২০ এর কোঠায়। এটাকে সন্ত্রাসী হামলা হিসেবে দেখছে ইসরাইল পুলিশ। পরে সেনাদের গুলিতে হামলাকারী নিহত হয়। ইসরাইলের পুলিশ প্রধান রনি আলশেইক সাংবাদিকদের বলেন, হামলাকারী পূর্ব জেরুজালেমের আরব এলাকার বাসিন্দা। আল জাজিরার খবরে বলা হয়, লরি উঠিয়ে দেয়ার পর কমপক্ষে ১০ সেনা লরির নিচে আটকে পড়ে। পরে তাদের উদ্ধার করা হয়। এর মধ্যে ৩ জনের অবস্থা ছিল আশঙ্কাজনক। ইসারইলি পুলিশের মুখপাত্র মিকি রজেনফিল্ড বলেন, ওই সেনাদল একটি বাস থেকে নামার পর হামলাকারী লরি চালক তাদের ওপর গাড়ি চালিয়ে দেয়।
ফিলিস্তিন-ইসরাইলি সহিংসতায় তিন মাসের মধ্যে এটাই কোন ইসরাইলি সেনা নিহত হওয়ার ঘটনা। বার্তা সংস্থা এএফপির পরিসংখ্যান মোতাবেক ২০১৫ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ২৪৭ জন ফিলিস্তিনি, ৪০জন ইসরাইলি, ২ মার্কিনি, ১ জর্ডানিয়ান, ১ ইরিত্রিয়ান ও ১ সুদানিজ নিহত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *