এস. এম. মনিরুজ্জামান মিলন, রংপুর বিভাগীয় প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা পরিষদের মার্কেট নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে পীরগঞ্জ পৌরবাসীর উদ্যোগে পূর্ব চৌরাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে বলা হয়, পীরগঞ্জ পূর্ব চৌরাস্তা হতে ঠাকুরগাঁওগামী সড়কের ডাকবাংলো পর্যন্ত সড়কের পূর্বপার্শ্বে ‘রেকর্ডেড’ রাস্তায় মার্কেট নির্মাণের জন্য গত ৩ আগস্ট ২০১৬ ইং তারিখে একটি জাতীয় পত্রিকায় দরপত্র বিজ্ঞপ্তি আহ্বান করে ঠাকুরগাঁও জেলা পরিষদ। মার্কেট নির্মাণ হলে রাস্তা সম্প্রসারণের বা চওড়া করার কোন সুযোগ থাকবে না এবং এতে যানজটের সৃষ্টি হবে। এজন্য তারা মার্কেট নির্মাণ পরিকল্পনা বাতিলের দাবি জানান।