ধসে পড়েছে গুলশানের ডিসিসি মার্কেট: আগুন নেভেনি

Slider জাতীয়

47450_lead

 

ঢাকা; আট ঘণ্টা পরও রাজধানীর গুলশান-১ নম্বরের ডিসিসি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। ভোরের দিকে ধসে পড়ে মার্কেটের একাংশ। সকাল ১০টার দিকে পুরো ভবনটি ধসে পড়ে।
সোমবার রাত আড়াইটা থেকে আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা। কতক্ষণে তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে- তা মঙ্গলবার সকাল সাড়ে ৯টার সময়ও বলতে পারেননি তারা। সকাল আটটা নাগাদ ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট আগুন নেভানোর কাজ করছিল। প্রত্যক্ষদর্শী জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন। তবে রাতভর চেষ্টার পরও তারা আগুন নেভাতে পারেননি। বরং আগুন ছড়িয়ে পড়েছে। পুরো এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। ফায়ার সার্ভিস কর্মীরা জানান, আগুন লাগার একপর্যায়ে মার্কেটের কাঁচাবাজার অংশের ভবন কিছুটা ধসে পড়ে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা পলাশ মোদক জানান, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দোকান মালিকদের অভিযোগ করেন, ফায়ার সার্ভিস যথেষ্ট তৎপর না। তারা ধীরগতিতে কাজ করছে। তারা সক্রিয় হলে অনেক আগেই আগুন নেভানো সম্ভব হতো। ডিসিসির এই মার্কেটে হাজারো দোকান আছে বলে সেখানকার কয়েকজন মালিক জানিয়েছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক সকালে ঘটনাস্থলে এসে জানিয়েছেন, অগ্নিকাণ্ডে কারও মৃত্যুর কোনো তথ্য তারা পাননি। মেয়রের ধারণা, বৈদ্যুতিক গোলযোগ থেকেই ওই মার্কেটে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের কমকর্তারা তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *