লালমনিরহাটের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুল ছাত্রী নিহত

Slider নারী ও শিশু

15800889_604771099708802_275793146_n

এম এ কাহার বকুল;  লালমনিরহাট প্রতিনিধিঃ, লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ভোটমারীতে ট্রেনের ধাক্কায় জুই আক্তার (১৩) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।

আজ বুধবার(২৮ডিসেম্বর) বিকেল ৫টার দিকে কালীগঞ্জ উপজেলার ভোটমারী এলাকার মর্তুজা ফিলিং স্টেশন এলাকায় লালমনিরহাট বুড়িমারী রেল লাইনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত স্কুল ছাত্রী জুই আক্তার মদাতী ইউনিয়নের কাগজীপাড়া গ্রামের ভুট্টা ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের মেয়ে। সে ভোটমারী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুই তার বন্ধুসহ রেল লাইনে হাটছিল এমন সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারী গামি কমিউটার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে ভোটমারী রেল স্টেশনে রাখে।

নিহত জুই আক্তারের চাচা লাভলু মিয়া জানান, ভোটমারী এলাকার ব্যবসায়ী দুলু মিয়ার ছেলে বাপ্পীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে জুইয়ের। বুধবার রেল লাইনে হাটতে গিয়ে উভয়ের মাঝে কথা কাটা কাটির এক পর্যায়ে বাপ্পী জুইকে ট্রেনে ধাক্কা দিয়ে ছটকে পড়ে। এতেই জুইয়ের মৃত্যু হয়। এ ঘটনায় রেলওয়ে থানায় মামলা করা হবে বলেও জানান তিনি।

মদাতী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল কাদের জানান, নিহতের পরিবারের অভিযোগ থাকায় তাদেরকে জিআরপি থানার আশ্রয় নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

লালমনিরহাট রেলওয়ে (জিআরপি) থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ঘটনাটি শুনেছেন এবং ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *