আশুলিয়ার ৫৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

Slider অর্থ ও বাণিজ্য

file-1

 

ঢাকা; আশুলিয়ার ৫৫টি কারখানা বন্ধ ঘোষণা করেছে বিজিএমইএ। বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য আশুলিয়া এলাকার কারখানাগুলো বন্ধ করতে বাধ্য হয়েছেন উদ্যোক্তারা।
মঙ্গলবার কাওরান বাজারে বিজিএমইএ ভবনের সম্মেলন কক্ষে সংগঠনটির সভাপতি মো. সিদ্দিকুর রহমান এ ঘোষণা দেন। তিনি বলেন, বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য আশুলিয়া এলাকার কারখানাগুলো বন্ধ করতে বাধ্য হয়েছেন আমাদের উদ্যোক্তারা। বিজিএমইএ সভাপতি বলেন, চলমান পরিস্থিতিতে কোন শ্রমিক কারখানায় কাজ না করলে আইন অনুয়ায়ী এ সময়ের বেতন পাবে না তারা। প্রসঙ্গত, ন্যূনতম মজুরি বাড়ানোর পাশাপাশি নানা অজুহাতে শ্রমিক ছাঁটাই বন্ধ, কোন কারণে ছাঁটাই হলে নিয়ম অনুযায়ী প্রাপ্য পরিশোধ এবং ছুটিকালীন বেতন বহাল রাখার দাবিতে গত সোমবার থেকে আন্দোলন শুরু করেন ওই এলাকার তৈরি পোশাক শ্রমিকরা। এর পরিপ্রেক্ষিতে আগামী ৩ বছরে সাভারের আশুলিয়া এলাকায় কোন বাড়িভাড়া বাড়ানো হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, তিন বছরে ওই এলাকার কোন মালিক বাড়িভাড়া বাড়ালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *