তারেক রহমানের উপদেষ্টা সায়েম জামিনে মুক্ত

Slider ঢাকা রাজনীতি

46841_r-2

গ্রাম বাংলা ডেস্ক: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সদ্য নিযুক্ত মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার এম এ সায়েম গ্রেপ্তারের পর জামিন পেয়েছেন। একাধিক মক্কেলের আবেদনে জাল ও ভুয়া কাগজপত্র সন্নিবেশ করার অপরাধে পূর্ব লন্ডনে তার আইনি প্রতিষ্ঠান উজমা ল থেকে মঙ্গলবার মেট্রোপলিটন পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশ সায়েমের প্রতিষ্ঠানের আরো ৩ কর্মচারীকেও গ্রেপ্তার করে। এছাড়া অধিকতর তদন্তের জন্য পুলিশ তার প্রতিষ্ঠানে ব্যবহৃত কম্পিউটার ও ফাইল জব্দ করে। পরে তদন্ত চলাকালীন  শর্ত সাপেক্ষে রাতে সায়েমকে জামিনে মুক্তি দেয় পুুলিশ।
গণফোরামের ছাত্র সংগঠন ছাত্রধারার প্রতিষ্ঠাতা সভাপতি ব্যারিস্টার সায়েম লন্ডনে বার-অ্যাট-ল করতে এসে গণফোরামের কমিটি গঠনের চেষ্টা করেন।  সেখানে ব্যর্থ হয়ে যোগ দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে। পরে তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে অত্যন্ত ঘনিষ্ঠজনে পরিণত হন। যুক্তরাজ্য বিএনপি ও ইউরোপের বিভিন্ন দেশে বিএনপির কমিটি গঠনে তৎপর ছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *