সিলেটে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ২দিন ব্যাপি বিজয় উৎসব চলছে

Slider সিলেট

img_20161219_181436

হাফিজুল ইসলাম লস্কর, সিলেট প্রতিনিধি :: সিলেটে সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট শাখার আয়োজনে ২দিন ব্যাপি বিজয় উৎসব ২০১৬ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে।

১৮ ডিসেম্বর রোববার বিকেল ৪টা থেকে শুরু হওয়া উৎসবের প্রথম দিন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় লোকে লোকরন্য ছিলো শহীদ মিনার প্রাঙ্গন।

অনুষ্টানের বিভিন্ন পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক মেয়র ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন আহমদ ও বেদানন্দ ভট্ট্রাচার্য্য।

প্রথম দিনের অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন জোটের সভাপতি নাজনীন হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন জোটের সাধারণ সম্পাদক শামসুল আলম সেলিম।

অনুষ্ঠানে বক্তারা বলেন অনেক ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতা ধরে রাখার দায়িত্ব আগামী প্রজন্মের। বক্তারা সন্ত্রাস ও জঙ্গীবাদমুক্ত একটি স্বনির্ভর স্বদেশ গড়তে সকলের প্রতি আহবান জানান।

প্রথম দিনের অনুষ্ঠানে অংশগ্রহন করে মুক্তাক্ষর সিলেট, দেশ থিয়েটার, শীতন বাউল সুরালোক সিলেট, দ্বৈতস্বর, মৃত্তিকায় মহাকাল, গীতবিতান, অন্বেষা সিলেট, নৃত্যভ’মি ও নৃত্যশৈলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *