শ্রীপুরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ইউপি চেয়ারম্যনকে বাধা

Slider গ্রাম বাংলা জাতীয়

KOTOB

স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস :গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপি’র সিনিয়ির সহ-সভাপতি ও রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুব উদ্দিন আহমেদকে উপজেলা আইশৃঙ্খলা কমিটির সভায় যোগদানে বাধা দিয়েছেন যুবলীগ কর্মীরা।

বৃহস্পতিবার দুপুর আনুমানিক পৌনে ২টায় শ্রীপুর উপজেলা পরিষদের প্রধান ফটকে ওই ঘটনা ঘটে।

কুতুব উদ্দিনের স্ত্রী ও শ্রীপুর উপজেলা পরিষদের নারী ভাইস-চেয়ারম্যান শেখ ফরিদা জাহান স্বপ্না জানান, উপজেলা আইশৃঙ্খলা কমিটির সভায় যোগদানের জন্য চেয়ারম্যান কুতুব উদ্দিন বেলা পৌনে ২টায় উপজেলা পরিষদের প্রধান ফটকে উপস্থিত হয়। এসময় রাজাবাড়ী ইউনিয়ন যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম, যুবলীগ কর্মী কামরুজ্জামান তপু ও তাদের ২০/৩০ জন সহযোগী তাকে উপজেলা পরিষদে প্রবেশ করতে বাধা প্রদান করে। পরে যুবলীগ কর্মীদের সাথে চেয়ারম্যানের বাকবিতন্ডা হলে তিনি গাড়ী নিয়ে চলে যান। এসময় যুবলীগ কর্মীরা তার গাড়ীতে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।

চেয়ারম্যান অভিযোগ করেন, যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম তাকে হুমকি দিয়ে বলে পরবর্তীতে তুই যদি শ্রীপুরে প্রবেশ করবি তাহলে তোকে জীবনে মেরে ফেলব। এসময় তাঁর গাড়ীর ড্রাইভার ইমরান এর প্রতিবাদ করলে তাকেও হুমকি দিয়ে বলেন তুই যদি আর কোনো দিন তাকে নিয়ে শ্রীপুরে প্রবেশ করবি তাহলে গাড়ীসহ তোকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করব।

আপনি কেন আইনের আশ্রয় নেননি এ প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, আমি ঘটনার সাথে সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিকে) বিষয়টি জানিয়েছি। কিন্তু উনারা আমার নিরাপত্তা প্রদানে কোনো প্রকার সহযোগীতা করেনি।

অভিযুক্ত রফিকুল ইসলামের মুঠোফোন (০১৭১২-৭৪৬৭৬৮) চেষ্টা করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, আইনশৃঙ্খলা মিটিং চলাকালীন অবস্থায় জানতে পারি কিছু লোকজন চেয়ারম্যন কুতুব উদ্দিনকে বাধা প্রদান করেছে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাদেকুর রহমান জানান, সরকারী নিয়ম অনুযায়ী ইউপি চেয়ারম্যানগন আইনশৃঙ্খলা কমিটির সদস্য। চেয়ারম্যান কুতুব উদ্দিন আহমেদ মাসিক আইনশৃঙ্খলা কমিটিতে যোগদান করেতে আসছেন কিনা তা আমাকে তিনি জানাননি। যদি নিরাপত্তার অভাবে উনি মিটিংয়ে উপস্তিত হতে না পারতো তাহলে অবশ্যই আমাকে জানাতো। আমি নিরাপত্তা দিয়ে উনাকে মিটিংয়ে উপস্থিত হওয়ার ব্যবস্থা করতাম।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ২টায় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাপতিত্বে উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *