স্পিকারের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী- এ বিজয় জনগণের

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ সারাদেশ

46848_asd
গ্রাম বাংলা ডেস্ক: কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপারর্সন হিসেবে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী এবং পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)-এর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সাবের হোসেন চৌধুরীকে সংবর্ধণা দিয়েছে জাতীয় সংসদ। আজ সন্ধ্যায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবর্ধনা অনুষ্ঠানে বিরোধী দলের নেতা রওশন এরশাদ, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বক্তব্য রাখেন। আন্তর্জাতিক দুই সংগঠনের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার শিরিন শারমিন ও সাবের হোসেন চৌধুরীকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আত্মবিশ্বাস ও সঠিক সিদ্ধান্তই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। বাংলাদেশের দুইজন প্রার্থী আন্তর্জাতিক দুটি সংস্থার নির্বাচনে বিজয়ী হয়েছেন। এ জন্য তাদের অভিনন্দন জানাই। আর এ বিজয় দেশের জনগণের। তিনি বলেন, বারবার বাধার মুখে পড়েছি। কিন্তু গণতন্ত্র বিজয়ী হয়েছে। গণতন্ত্রের যাত্রা অব্যাহত থেকেছে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ যদি তাদের আস্থা বিশ্বাস আমাদের ওপর না রাখত, তাহলে আমাদের এ বিজয় অর্জন করতে পারতাম না।
বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এতে গণতন্ত্রের জয় হয়েছে। শেখ হাসিনা বলেন, একজন রাজনীতিবিদের জন্য আত্মবিশ্বাস থাকা বড় প্রয়োজন। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।
সংবর্ধনার জবাবে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বলেন, সিপিএ-তে বাংলাদেশের জয় এদেশের মানুষের জয়। এদেশের গণতন্ত্রের জয় হয়েছে।
সাবের হোসেন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বের কারণেই বাংলাদেশে আন্তর্জাতিক অঙ্গনে বিজয় অর্জন করতে পারছে।
অনুষ্ঠানে সংসদ উপনেতা সাজেদা চৌধুরী, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ,  সরকার দলীয় চিপ হুইপ আ.স.ম ফিরোজ, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব আশরাফুল মকবুলসহ মন্ত্রী, সংসদ সদস্য ও কূটনীতিবৃন্দ অংশ নেন।
৯ই অক্টোবর ক্যামেরুনে সিপিএ চেয়ারপারসন পদে ৭০ ভোট পেয়ে নির্বাচিত হন স্পিকার শিরীন শারমিন। ১৬ই অক্টোবর সুইজারল্যান্ডের জেনেভায় আইপিইউর ১৩১তম সম্মেলনে সাবের হোসেন চৌধুরী আইপিইউর প্রেসিডেন্ট নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *