ডেস্ক; যৌন কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন কর্ণাটকের আবগারি শুল্ক বিষয়ক মন্ত্রী এইচ ওয়াই মেটি। মাত্র চার মাস আগে তিনি রাজ্যের মন্ত্রীপরিষদে যুক্ত হয়েছিলেন। তিনি একই সঙ্গে রাজ্যের সিনিয়র কংগ্রেস দলীয় এমএলএ। তার যৌন কেলেঙ্কারির একটি রগরগে টেপ ফাঁস হয়ে গেছে। এ কারণে আজ বুধবার তিনি পদত্যাগপত্র করেন। এ খবর দিয়ে অনলাইন টাইমস অব ইন্ডিয়া লিখেছে, ওই টেপটির দৈর্ঘ্য ৩০ মিনিটের। কিন্তু আঞ্চলিক কানাড়ার বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ওই টেপের মাত্র ৩০ সেকেন্ডের অংশ প্রচার করা হয়। এতে কয়েকজন নারীর সঙ্গে দেখা যায় এইচ ওয়াই মেটিকে। কিন্তু ওই নারীরা কারা তা দেখা যায় নি ওই টেপে। তবে এতে যৌন সম্পর্কে জড়িত াবস্থায় দেখা যায় এইচ ওয়াই মেটিকে। তার চিরচেনা চশমা চোখে। এ অবস্থায়ই তিনি ওই টেপে ধরা পড়েছেন। এই সেক্স টেপ প্রকাশ হওয়ার পর পর রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার অফিস কৃষ্ণা’য় যান। সেখানে গিয়ে পদত্যাগপত্র জমা দেন। মুখ্যমন্ত্রী তার পদত্যাগপত্র গ্রহণ করে তা পাঠিয়ে দিয়েছেন গভর্নর ভাজুভাই ভালার কাছে। পরে মিডিয়ার মুখোমুখি হন সিদ্ধারামাইয়া। তিনি বলেন, নৈতিক কারণে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন এইচ ওয়াই মেটি। আমি তা গ্রহণ করেছি। পুরো বিষয়ে আমি সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছি। এইচ ওয়াই মেটি দাবি করেছেন, তার বিরুদ্ধে এটা একটা ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছিলেন তিনি। এ জন্য বিষয়টি তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া বলেছেন, এ নিয়ে সরকারের বিব্রত হওয়ার কিছু নেই। মেটিকে পদত্যাগ করতে বলা হয় নি। এ নিয়ে মুখ্যমন্ত্রীর মন্ত্রীদের বিরুদ্ধে এমন অভিযোগ আনা দ্বিতীয় ঘটনা। এর আগে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিষয়ক মন্ত্রী তানভির সাইটকে যৌন রগরগে দৃশ্যে দেখা গিয়েছিল। তবে সিআইডি তাকে এসব অভিযোগ থেকে খালাস দিয়েছে। উল্লেখ্য, সর্বশেষ যৌন কেলেঙ্কারির এ ঘটনা গত সপ্তাহে রাজ্যজুড়ে ছড়িয়ে পড়ে।