ঠাকুরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

Slider ফুলজান বিবির বাংলা

15577571_1210979192327719_1006630964_n

এস. এম. মনিরুজ্জামান মিলন, রংপুর বিভাগীয় প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। আজ বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে দলটি।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের বর্তমান প্রশাসক মু. সাদেক কুরাইশীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট মকবুল হোসেন বাবু, মাহবুবুর রহমান খোকন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশ দত্ত টিটো, যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ আপেলসহ আরও অনেকে।

এসময় বক্তারা শহীদ বুদ্ধিজীবী দিবসের উপর আলোচনা করেন। হুশিয়ারি দিয়ে জানান, দেশকে অকার্যকর করতে একাত্তরের সেই পরাজিত শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তাই সবাইকে সজাগ থেকে দেশনেত্রী শেখ হাসিনার সরকারকে পুনরায় ক্ষমতায় আনার জন্য আহবান জানান।

আলোচনা সভায় জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, প্রজন্ম লীগ, মহিলা লীগের নেতাকর্মীরাসহ সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *