গ্রাম বাংলা ডেস্ক: সন্ত্রাসী সাজিয়ে গাড়িচালকের পায়ে গুলি করার ঘটনায় শেরেবাংলানগর থানার এসআই আনোয়ার হোসেনকে আটক করা হয়েছে। সেই সঙ্গে সংশ্লিষ্ট থানার ওসি আব্দুল মমিনকে প্রত্যাহার করা হয়েছে। ডিএমপি তেজগাঁও জোনের ডিসি বিপ্লব কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।
গত রোববার রাতে এসআই আনোয়ার গাড়িচালক শাহ আলমকে ধরে নিয়ে তার দুই পায়ে গুলি করে। গুলিবিদ্ধ শাহ আলমকে (২৬) পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনা তদন্তের জন্য কমিটি করে পুলিশের তেজগাঁও বিভাগ। পুরো ঘটনাটি সাজানো বলে আজ দুপুরে নিশ্চিত করেছেন তেজগাঁও জোনের ডিসি বিপ্লব কুমার।