তারেক রহমানের উপদেষ্টা সায়েম গ্রেপ্তার

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ সারাবিশ্ব

46841_r-2
গ্রাম বাংলা ডেস্ক: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সদ্য নিযুক্ত মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিষ্টার এম এ সায়েম গ্রেপ্তার হয়েছেন। এক মক্কেলের আবেদনে জাল ও ভূয়া কাগজ পত্র সন্নিবেশ করার অপরাধে পূর্ব লন্ডনে তার আইনী প্রতিষ্ঠান উজমা ল’ হতে মঙ্গলবার মেট্রোপলিটান পুলিশ তাকে গ্রেপ্তার করে। গণফোরামের ছাত্র সংগঠন ছাত্রধারার প্রতিষ্ঠাতা সভাপতি ব্যারিষ্টার সায়েম লন্ডনে এসে গণফোরামের কমিটি গঠনের চেষ্টা করেন। সেখানে ব্যর্থ হয়ে যোগ দেন জাতীয়তাবাদী আইনজীবি ফোরামে। পরবর্তীতে তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে অত্যন্ত ঘনিষ্টজনে পরিণত হন তিনি। এদিকে, ব্যারিষ্টার সায়েম জামিনে মুক্তি পেয়েছেন বলে জানা  গেলেও তার মোবাইল বন্ধ থাকায় মুক্তির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। উল্লেখ্য, সম্প্রতি তারেক রহমান ব্যারিষ্টার এম এ সায়েমসহ তিনজন আইনজীবীকে তার মানবাধিকার বিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *