রিঙ্গিতের দর পতনে হতাশায় বাংলাদেশী শ্রমিকরা

Slider সারাবিশ্ব
15328309_1113966725339047_1710136986_n
 
ঢাকা: মালয়েশিয়ার অর্থনেতিক অবস্থা মন্দায় রিঙ্গিতের দর পতনে হতাশায় ভোগছেন মালয়েশিয়ার বাংলাদেশী শ্রমিকরা।গত কয়েক মাস থেকে দিন দিন কমে যাচ্ছে মালয়েশিয়া রিঙ্গিতের মূল্য।এমন অবস্থায় বিভিন্ন পণ্যর দাম বৃদ্ধি পাচ্ছে।সারা মাস রাত দিন পরিশ্রম করে মাস শেষে যে টাকা বেতন পায় তা দিয়ে নিজের খরচ চালিয়ে, দেশে বিশ হাজার টাকা পাঠানো খুবকষ্ট হচ্ছে। এমন অবস্থায় বড় বড় কোম্পানি গুলো বেতন বাড়ানোর এখনো কোন সিদ্ধান্ত নেয়নি।এমন টান টান উত্তেজনায় কিছু কিছু কোম্পানি এক মাস দুমাসের বেতন আটকিয়ে দিচ্ছেন। রিঙ্গিতের দাম যতই কমছে ততই শ্রমিকদের মাঝে আতঙ্ক সৃষ্টি হচ্ছে।
হাজার হাজার শ্রমিক দেশে ফিরে যাবার চিন্তা ভাবনা করছেন।এমনি হতাশাগ্রস্ত একজন শ্রমিক আবদুল জামাল মিয়া বলেন, আমি জোহরবারু একটি ফার্নিচার ফ্যাক্টরীতে নয়শত রিঙ্গিত বেতনে কাজ করছি। ওভারটাইম সহ মাসে তেরশ রিঙ্গিত বেতন পাই। নিজের থাকা খাওয়া খরচ বাবদ প্রতিমাসে বিশ থেকে পচিশ হাজার টাকা দেশে পাঠিয়েছিলাম। এখন রিঙ্গিতের দর কমতি থাকায় বিশহাজার টাকা পাঠাতে হিমশিম খাচ্ছি। এখন রাতে দিনে ডিউটি করেও আগের সমান টাকা পাঠাতে পারছিনা। তাই ভাবছি দেশে চলে যাব। যদি এভাবে হাড়ভাঙা পরিশ্রম দেশে করি, তাহলে মালয়েশিয়ার চেয়ে অনেক বেশী টাকা উপার্জন করতে পারব। এখন প্রতিটি বাংলাদেশী শ্রমিকের মুখে একই কথা রিঙ্গতের দর এমন কমতি অবস্থায় থাকলে দেশে চলে যাওয়া ছাড়া কোন উপায় নাই। হাজার হাজার শ্রমিক দেশে ফেরার পথে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *