বান্দরবানের লামায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারে মাঝে ত্রাণ বিতরণ

Slider চট্টগ্রাম

%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%89%e0%a6%9c-%e0%a6%9f%e0%a7%81%e0%a7%9f%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f

 

 

 

 

 

 

 

জাহিদ হাসান, বান্দরবান:  বান্দরবানের লামা উপজেলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত চার মুরুং পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে জেলা পরিষদ ও উপজেলা প্রশাসন।

রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে প্রতি পরিবারের মাঝে জেলা পরিষদের পক্ষ থেকে কম্বল ও ২০ কেজি করে চাউল এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক বান ঢেউটিন ও নগদ তিন হাজার টাকা হারে প্রদান করা হয়।

ত্রাণ বিতরণ করেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল ও উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু। এ সময় লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক প্রদীপ কান্তি দাশ, আওয়ামীলীগ নেতা আব্বাস উদ্দিন সেলিম, লুলাই ম্রো বাজার চৌধুরী ও হেডম্যান সিংপাশ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শুক্রবার উপজেলার গজালিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি লুলাইং নয়াপাড়ায় অগ্নিকান্ডে চারটি ম্রো বসতঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়। এতে চার পরিবারের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি সাধিত হয়। ঘটনার দিন ৩০২নং লুলাইং মৌজা হেডম্যান ও ম্রো বাজার চৌধুরী সিংপাশ চৌধুরী প্রতি পরিবারে এক হাজার টাকা করে অনুদান প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *