ট্রাম্প টাওয়ারের সামনে হিন্দুদের সমাবেশ ; বাংলাদেশে অধিকার রক্ষায় হস্তক্ষেপ দাবি

Slider সারাদেশ

 

42337_bussiness
ডেস্ক রিপোর্ট; বাংলাদেশে হিন্দু ও অমুসলিমদের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচিত ডনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ চান বাংলাদেশী হিন্দুরা। এ দাবিতে রোববার বাংলাদেশের কিছু সংখ্যক হিন্দু নিউ ইয়র্কে ট্রাম্প টাওয়ারের সামনে র‌্যালি করেছেন।
সংবাদ সংস্থা এএনআই’কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে ভারতের অনলাইন বিজনেস স্ট্যান্ডার্ড। এতে ‘বাংলাদেশী হিন্দুস সিক ট্রাম্পস ইন্টারভেনশন টু সেভ নন-মুসলিমস ইন বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে ২৮শে নভেম্বর। ওই প্রতিবেদনে বলা হয়, নিজ সম্প্রদায়ের ওপর নৃশংসতার প্রেক্ষিতে বাংলাদেশী কিছু হিন্দু রোববার ওই র‌্যালি করেন। তারা এ সময় দাবি করেন, বাংলাদেশে অমুসলিমদের রক্ষায় যেন হস্তক্ষেপ করেন প্রেসিডেন্ট নির্বাচিত ডনাল্ড ট্রাম্প। ওই র‌্যালিতে অংশ নেন বাংলাদেশী বংশোদ্ভূত কিছু হিন্দু। তারা দাবি করেন, ইসলামপন্থি জঙ্গিদের হাতে বাংলাদেশে নির্যাতনের শিকার অমুসলিমরা। তাদেরকে রক্ষা করা উচিত ট্রাম্পের। এ র‌্যালির আয়োজক সীতাংশু গুহ। তিনি বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছি ট্রাম্পকে। আমরা এখন তাকে জানাতে চাই যে, বাংলাদেশে হিন্দু সম্প্রদায় ও অন্য ধর্মীয় সংখ্যালঘুরা নিয়মিতভাবে নির্যাতনের শিকার হচ্ছেন। দৃশ্যত এর কোনো শেষ নেই। আমরা চাই, ট্রাম্প যখন প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন তখন তিনি যেন মানবতার খাতিরে কিছু একটা করেন। একই রকম কথা বলেন আয়োজকদের আরেকজন ‘জাস্টিস ফর হিন্দুস’ এর ভিনসেন্ট ব্রুনো। তিনি বলেন, আমরা ট্রাম্পকে সমর্থন করি। আশা করি তিনি বিষয়টির গভীরতা দেখবেন যে, কিভাবে বাংলাদেশে ও পাকিস্তানে হিন্দুদের মূলোৎপাটন করা হচ্ছে। এ সময় ট্রাম্প টিমের কাছে একটি স্মারকলিপি পাঠানো হয়। তাতে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা ও সাঁওতাল হত্যাকা- সহ সংখ্যালঘুদের ওপর চালানো নিপীড়ন সহ অনেক ঘটনার বিস্তারিত বর্ণনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *