গাজীপুরে সাংবাদিকদের নামে চাঁদা উত্তোলনের অভিযোগ, আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি

Slider গ্রাম বাংলা

16658_gazipur

 

গাজীপুর অফিস;   শ্রীপুরে  হাউজি থেকে গাজীপুর জেলার সাংবাদিকদের নাম ভঙ্গিয়ে দৈনিক ৭০হাজার টাকা উত্তোলনের অভিযোগে উঠেছে।

অনুসন্ধানে জানা যায়, জেলার শ্রীপুর উপজেলার সিএনবি এলাকায় দীর্ঘ দিন ধরে হাউজি সহ নানা অসামাজিক কর্মকান্ড চলে আসছে। এই ক্ষেত্র থেকে গাজীপুর জেলার সাংবাদিকদের কথা বলে একটি সংঘবদ্ধ চক্র প্রতিদিন ৭০ হাজার টাকা দিচ্ছেন বলে নানা মহল থেকে অভিযোগ  উঠেছে।

এ বিষয়ে শ্রীপুরের সিনিয়র সাংবাদিক আঃ মালেক জানান, জনৈক রাশেদ মিয়া ২৫ দিন ধরে হাউজি ও মেলার টাকা গাজীপুরে গিয়ে সাংবাদিকদের মধ্যে বিতরণ করছেন। এর বেশী আমি কিছুই জানিনা।

গাজীপুরের সাংদিকেরা  জানায়, তারা কোথাও থেকে কোন চাঁদা নেন না। এ ধরণের কোন ্বিষয় তারা জানেন না। তবে বিষয়টি জেনে খতিয়ে দেখা হচ্ছে। সাংবাদিকদের নামে যদি কেউ চাঁদা নিয়ে থাকে তবে তার বা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *