স্পৃহার অন্যরুপ–(ছোট গল্প)————-শাহরিয়ার সাদিক

সাহিত্য ও সাংস্কৃতি
15224721_1775563859359561_976441141_o
স্পৃহার অন্যরুপ–(ছোট গল্প)————-শাহরিয়ার সাদিক
—-গাড়িতে আমার সীট নাম্বার D2 আর স্পৃহার সীট D3 তে। স্পৃহার সাথে আজকের দেখা হওয়াটা ভাগ্য ছাড়া কিছুই না। বলা যায়, অনেকদিন পর ভাগ্য আমাদের থেকে মজা নেয়ার সুযোগ পেল। . টিকিট অনুযায়ী আমার গাড়ি ৯.৩০ এ ছাড়ার কথা। ৯ টার কিছুক্ষন আগে আমাকে জানানো হলো, কিছু ভুলের জন্যে আমাকে ৯.১৫ এর গাড়িতে যেতে হবে। এক রকম ঝড়ের গতিতে আমি গাড়িতে উঠলাম। গাড়িতে বসে আছি চুপচাপ, পাশের সীটে সুন্দরী এক মেয়ে।
বয়সের চাপে হোক, আর মানসিক চাপে হোক দৃষ্টি যথাসম্ভব সামনের দিকে রাখার চেষ্টায় আছি। হালকা শীত আর কানে পছন্দের গান, জার্নিটা বেশ জমেছিল আজ! . স্পৃহাকে দেখলাম ফুড ভিলেজ থেকে খেয়ে ওঠার পরে। দেড় বছর পরেও মুখটা আগের মতোই আছে। শুধু হেজাবের পরিবর্তে মাথায় নীল ওড়না জড়ানো। সে ঘুমাচ্ছে। শেষ যেবার তার জন্মদিনে ঘুম থেকে তুলতে গিয়ে আমি থেমে গিয়েছিলাম, আজকে তাকে ঠিক সেদিনের মতো সুন্দর লাগছে। অনেকদিন পর বুকের ভেতরে আটকে থাকা স্পৃহার আমি যেন বেরিয়ে আসতে চাইছে। . গাড়ি আবার চলছে তার পুরনো গতিতে, আমি মাঝে মাঝে তাকাচ্ছি স্পৃহার দিকে। সে এতো সুন্দর! কিভাবে একটা মানুষ এতো পবিত্র মুখ নিয়ে জন্মায়? একজনের মুখে এতো মায়া কিভাবে থাকে? . স্পৃহা চোখ খুলেছে, কিংবা বলা যায় সকালের বাতাস তার ঘুম কেড়ে নিয়েছে। এখন স্পৃহার মাথাটা তার পাশের মানুষটার কাধে।স্পৃহার বিয়ের খবরটা শুনেছিলাম মাত্র, শখ করে দেখতে যাওয়ার সাহস হয়নি। কাধে মাথা রাখা স্পৃহার মায়া মুখটার দাম আমি ছাড়া কি পাশে থাকা মানুষটা জানবে? একবার স্পৃহা বলেছিল, আমার বাম কাধটা নাকি তার জন্যে স্বর্গের মতো, মাথা রাখলেই নিজেকে পবিত্র মনে হয়। সেসময় কি স্পৃহাকে আসলেই এতোটা পবিত্র দেখাতো? . গাড়ি থেমেছে, সবার শেষে উঠে নামলাম সবার আগেই। আজ ব্যাগটা ডান থেকে বাম কাধে নিয়েছি, ৬ বছরের পুরনো অভ্যাস পাল্টে অনেক হালকা লাগছে, অনেক!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *